বরিশালে মেয়রের নির্দেশে লঞ্চ চলাচল শুরু

বরিশালে মেয়রের নির্দেশে লঞ্চ চলাচল শুরু

বরিশাল থেকে ঢাকা পথে লঞ্চ চলাচল শুরু। 
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ 'র নির্দেশে বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়। 

দুপুর থেকে বরিশাল লঞ্চ ঘাটে ঢাকাগামী যাত্রীরা ভীর জমায়।
সোমবার দুপুর ২ টা থেকে ঢাকার মেরিন আদালতে যাত্রীবাহী নৌযানের দুই মাষ্টার এর জামিন বাতিলের প্রতিবাদে ঢাকা বরিশাল সহ দেশের সব দূরপাল্লা রুটে নৌযান ধর্মঘট শুরু হয়। 

বরিশাল লঞ্চ ঘাটে যাত্রীদের দূর্ভোগ জানতে পেরে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ লঞ্চ ঘাটে গিয়ে এমন নির্দেশ দেয়। 

এর আগে বরিশাল নৌ-বন্দরের বাধা লঞ্চগুলো একে এক পল্টুন ত্যাগ করে বরিশাল সদর উপজেলার কির্তনখোলা নদীর অপর প্রান্তের চরকাউয়া নামক স্থানে নোঙ্গর করে লঞ্চ শ্রমিকদের কর্ম বিরতী শুরু করে। 

বরিশাল জেলার হিজলার মেঘনার মিয়ার চরে ঘন কুয়াসায় নিজাম শিপিং কোং’এর এ্যাডভেঞ্চার (১) ও এ্যাডভেঞ্চার (৯)সংঘর্ষের ঘটনায় মেরিন কোর্টে চলমান মামলায় দুই লঞ্চের মাস্টার জামাল হোসেন ও মাস্টার রুহুল আমিনের জামিন বাতিল করে জেল হাজতের নির্দেশ দেয়ায় ওই কর্ম বরিতী ঘোষণা করেছিলো।