বরিশালে র্যাবের অভিযানে ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন অভিযান চালিয়ে মোঃ সাগর হাওলাদার (১৯) ও অপি হোসেন (১৯) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪২০ গ্রাম গাঁজা।
বৃহস্পতিবার বিকেলের ওই অভিযানে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। রাতে এক পবিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তার সাগর ওই গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে এবং মোঃ অপি হোসেন একই গ্রামের মৃত আব্দুল রহিম হাওলাদারের ছেলে।
র্যাব অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে দেহেরগতি ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে।তাদের কাছ থেকে ৪২০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এই ঘটনায় র্যাব বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি মামলা করেছে।’