জীবননগর মনোহরপুরে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন

জীবননগর মনোহরপুরে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন


''মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার''এই স্লোগানকে সামনে রেখে,    জীবননগর থানা পুলিশের আয়োজনে জীবননগর উপজেলার  মনোহরপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(৬ আগষ্ট) সকাল ১০টার সময় মনোহরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বিট পুলিশিং (নং-১০)শুভ উদ্বোধন  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন,মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল,সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল,জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আকিমুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব লিয়াকত আলী,জীবননগর থানা পুলিশের সদস্য সহ অত্র ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য,মনোহরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক   ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।