বরিশালে শহীদ যুবদল নেতাদের পরিবারের কাছে তারেক রহমানের অনুদান

বরিশালে শহীদ যুবদল নেতাদের পরিবারের কাছে তারেক রহমানের অনুদান

সরকারের পোষ্য সন্ত্রাসী ও পেটুয়া বাহিনীর হাতে গুম ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরনকারী বরিশাল জেলার উজিরপুর উপজেলার যুবদল নেতা শহীদ সালাউদ্দিন চুন্নু ও বরিশাল নগরীর ২০নং ওয়ার্ড শহীদ মিরাজ খানের পরিবারের সদস্যদের হাতে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদল নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৬ই) এপ্রিল বেলা ১২টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে বসে শহীদ যুবদল নেতার সহদরের হাতে ও বাসায় গিয়ে অনুদানের অর্থ পৌছে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন,বরিশাল জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ,সহ-সভাপতি কবির হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক,আসলাম উদ্দিন বাচ্চু,সহ-সাধারন সম্পাদক নুরুল আলম কয়েস,বেলায়েত হোসেন খোকন,কামরুল হাসান সুমন, উজিরপুর যুবদল আহবায়ক সামসুজ্জোহা আজাদ।

পরে দলীয় কার্যালয়ে শহীদ শাহআলম চুন্নুর সহদর সোলাইমানের হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো অনুদান তুলে দেওয়া হয়।

এরপরপরই বরিশাল নগরীর ২০নং ওয়ার্ড গুম হয়ে যাওয়া শহীদ মিরাজ খানের বায় বরিশাল জেলা যুবদল নেতৃবৃন্দ অনুদানের অর্থ তার পরিবারের হাতে হস্তান্তর করে।