বরিশালে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন

বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন ঢাকা ব্যবস্থাপনায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বিভাগীয় পর্যায় শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, বরিশাল সিটি কর্পোরেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুসাহসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী এবং ৬টি জেলা ও বিভাগীয় ইউনিটের অংশগ্রহণকারী খেলোয়াড় বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।উদ্বোধন শেষে অতিথিরা শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।