আজকে যারা বঙ্গবন্ধু প্রেমি তারা বঙ্গবন্ধুকে পড়েনা জানে না-মেনন

রাশেদ খান মেনন বলেছেন আজকে যারা বঙ্গবন্ধু প্রেমি তারা বঙ্গবন্ধুকে পড়েনা জানে না।
মঙ্গলবার ২৯ নভেম্বর বিকেলে বরিশাল নগরের কাউনিয়ায় নিলু মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার উদ্ভোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ থেকে দূরে সরে গিয়েছে, বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক,সমতাভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে সাবাইকে এগিয়ে আসতে হবে।
নিলু মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরির সভাপতি নজরুল হক নীলুর সভাপতিত্বে আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এড.টিপু সুলতান,আওয়ামী লীগ নেতা খান আলতাফ হোসেন ভুলু, অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার, বিএম কলেজের উপাধ্যক্ষ এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ,অধ্যাপক লুৎফে আলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক জ্যোতির্ময় বিশ্বাস, এড.হিরণ কুমার দাস মিঠু,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, নাজমুল হোসেন আকাশ,মোস্তাফিজুর রহমান,দৃষ্টি ব্যানার্জী এবং লাইব্রেরীর অন্যতম প্রতিষ্ঠাতা মাহমুদা মনু প্রমুখ।