বরিশালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ

বরিশালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে ৯ দফা দাবিসহ শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ করে।

গতকাল (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় অশ্বিনী কুমার হল চত্বরে ওই শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শ্রমিক নেতা মোসলেম সিকদার এর সভাপতিত্বে এবং এস এম জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা রাখেন, শ্রমিক নেতা এ্যাড. এ কে আজাদ, বাসদ নেতা ইমরান হাবিব রুমন, নৌযান নেতা আবু সাঈয়ীদ, বস্তিবাসী নেতা নূর হোসেন হাওলাদার, দর্জি শ্রমিক নেতা তুষার সেন প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে রাষ্ট্রীয় পাটকলসহ কলকারখানা রক্ষা, করোনাকালীন সুরক্ষা, গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরী ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষাসহ ৯ দফা দাবী সহ অবিলম্বে বন্ধ পাটকল আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু, শ্রমিকদের নিয়োগপত্র, সার্ভিস বুক প্রদান, প্রভিডেন্ড ফান্ড, গ্রাচ্যুয়িটি, দর্জি শ্রমিকদের জন্য সরকার ঘোষিত ২০১৮ সালের গেজেট বাস্তবায়ন, সোনারগাঁও টেক্সটাইলের লে-অফ প্রত্যাহার করে মিল চালু করা এবং শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ করা, বিনামূল্যে করোনা পরীক্ষা এবং চিকিৎসা, আইএলও কনভেনশন অনুযায়ী মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দান, সকল শ্রমজীবী মানুষকে পূর্ণ রেশনিং সুবিধা প্রদান করা, ফিরে আসা প্রবাসী শ্রমিকদের তালিকা তৈরি করে আর্থিক সহায়তা সহ পুনর্বাসনের ব্যবস্থা করার জোর দাবী জানান হয়।