বরিশালে সমাবেশ ঘিরে ছাত্রলীগের মহড়া

বরিশাল নগরীর বিভিন্ন সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া বের করতে দেখা গেছে।
বিএনপির সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানের চারপাশেও মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বেশ কয়েকবার মহড়া দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা। তবে বঙ্গবন্ধু উদ্যানের আশেপাশের সড়কে সমাবেশস্থলে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা স্লোগান আর একের পর এক মিছিল বেড় করে। এতে দুই পক্ষের এমন মহরায় আতঙ্কে আছে নগরবাসী ও পথচারীরা।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় বিমানে করে বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বরিশালে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ সময় কর্মী-সমর্থকরা ও ছাত্রদল মোটরসাইকেল শোডাউন করে হোটেলে নিয়ে যান মহাসচিবকে।
অপরদিকে বিকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা নগরীর হাসপাতাল রোড, সিএন্ডবি রোড, নতুল্লাবাদ, বগুরা রোড, চাঁদমারী, সদর রোড, বঙ্গবন্ধু উদ্যানের আশেপাশে মোটরসাইকেল শোডাউন করে।
সকল নেতা-কর্মীদের নিয়ে একটি শান্তি পূর্ণ সমাবেশ এবং যাতে কোন সহিংসত না হয় এজন্য সকলকে অনুরোধ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিমেল।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত বলেন, ‘বরিশালে বিএনপির নাটকীয় সমাবেশেকে ঘিরে সাধারণ মানুষ আতঙ্কে আছে। তবে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের নেতা-কর্মীরা প্রস্তুত আছে বলে জনান তিনি।