বরিশালে সরকারি অনুমোদন ছাড়াই ভ্যাকসিন প্রয়োগ করায় ৫ জনের কারাদণ্ড

বরিশালে সরকারি অনুমোদন ছাড়াই ভ্যাকসিন প্রয়োগ করায় ৫ জনের কারাদণ্ড


বরিশালে সরকারি অনুমোদন না নিয়ে বিপজ্জনকভাবে সহজ সরল মানুষকে উচ্চমূল্যে হেপাটাইটিস-বি টিকা দেয়ায় প্রতারক চক্রের ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

সোমবার দুপুরে নগরীর টিটিসি লেনের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্থানীয় আল-আমিন ওরফে গোলাম রব্বানী ও তার ৪জন সহযোগী টিটিসি লেন এলাকার একটি বাড়িতে আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি এনজিও’র ব্যানারে হেপাটাইটিস-বি টিকার ব্যবসা করে আসছিলো। তাদের কারোর মেডিকেল কিংবা প্যারামেডিকেল শিক্ষা নেই। হেপাটাইটিস কোর্স সম্পর্কেও তাদের কোন ধারনা নেই। তারা শুধু ইনজেকশন পুশ করতে পারে। তাও আবার নি¤œ মানের ইনজেকশন কিনে উচ্চ মূল্যে বিক্রি করে। এ পর্যন্ত ৬ শতাধিক মানুষকে হেপাটাইটিস-বি টিকা দেয় তারা। 

গোপন সূত্রে এ খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের সহায়তায় ওই এনজিও’তে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় এই চক্রের মূল হোতা আল-আমিন ওরফে গোলাম রব্বানীকে ৬ মাসের এবং তার অপর ৪ সহযোগী যথাক্রমে মো. ইমতিয়াজ, সাব্বির হোসেন, রিম্পা খানম ও শম্পা বেগমকে ১মাস করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। দন্ড ঘোষনার পরপরই তাদের কারাগারে প্রেরন করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।