শুটিংয়ে ফিরেছেন অপূর্ব

শুটিংয়ে ফিরেছেন অপূর্ব

চার মাস ঘরবন্দি থাকার পর গত ৭ জুলাই শুটিংয়ে ফেরেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।  শুটিংয়ের দ্বিতীয় দিন ইউনিটের দুজনের করোনা শনাক্ত হয়। এরপর দ্রুত শুটিং বন্ধ করে সেলফ কোয়ারেন্টাইনে চলে যান তিনি।

১২ দিন কোয়োরেন্টাইনে থেকে দুই দফা কোভিড-১৯ পরীক্ষা করান অপূর্ব। দুবারই তার রেজাল্ট নেগেটিভ এসেছে। তাই গত ২০ জুলাই আবার শুটিংয়ে ফিরেছেন এই অভিনেতা।

ফিরেই ‘প্রাণপ্রিয়’ নাটকের বাকি অংশের শুটিং শেষ করেছেন অপূর্ব। এটি নির্মাণ করছেন মিজানুর রহমান আরিয়ান। পরের দিন একই পরিচালকের ‘জানবে না কোনোদিন’ নাটকের শুটিং শুরু করেন তিনি। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিন। আজ (২৩ জুলাই) নাটকটির শুটিং শেষ হবে।

কাজে ফেরা প্রসঙ্গে অপর্ব বলেন—সবাইকে বাস্তবতা মেনে নিয়েই চলতে হবে। এটাই নিউ নরমাল। কিন্তু এবার আরো বেশি সতর্ক হয়ে কাজ করছি। যাদের কথা দিয়েছি, চেষ্টা করছি তাদের কাজ শেষ করার।

করোনাক্রান্ত স্বামী-স্ত্রীর প্রেম ও ক্রাইসিসের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘জানবে না কোনোদিন’ নাটকের কাহিনি। ঈদুল আজহায় সিএমভি-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এ দুটি নাটক