বরিশালে স্বাক্ষর জাল করে জন্ম নিবন্ধন তৈরি করে দেওয়ায় দুজন কারাগারে

বরিশালে স্বাক্ষর জাল করে জন্ম নিবন্ধন তৈরি করে দেওয়ায়  দুজন কারাগারে

বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৃধা ও ইউপি সচিব মো. রুহুল আমিনের স্বাক্ষর ও সিল জাল করে সাবিনা নামে এক নারীকে জন্ম নিবন্ধন তৈরি করে দেওয়ায় গ্রেপ্তার দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে স্বাক্ষর ও সিল জাল করার ঘটনায় পরিষদের উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন ও আউয়ার এসইউ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক মো. সাখাওয়াত হোসেনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আনোয়ার হোসেন মৃধা তাদের আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ওই দিন রাতে এ ব্যাপারে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের সচিব মো. রুহুল আমিন বাদী হয়ে থানায় মামলা করেন।

সেই মামলায় বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মসজিদবাড়ী গ্রামের বাসিন্দা সাবিনা বেগম নামে এক নারী মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদে পরিচয়পত্র নিতে আসেন। ওই নারীর জন্ম নিবন্ধনের স্বাক্ষর দেখে উপস্থিত ইউপি সদস্যদের সন্দেহ হয়।

জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, প্রতিবেশী শিক্ষক সাখাওয়াত হোসেন গত কয়েক মাস আগে জন্ম নিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদের লোক দিয়ে আমার কাছ থেকে তিনশ’ টাকা নিয়েছেন। পরবর্তীতে গত ৫ জুন আমাকে জন্ম নিবন্ধন দিয়েছেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাবাদে শিক্ষক সাখাওয়াত হোসেন জন্ম নিবন্ধনে স্বাক্ষর জাল করার কথা স্বীকার করে বলেন, চেয়ারম্যানের সিল ও সচিব রুহুল আমিনের স্বাক্ষর জাল করেছে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন।