বিএমপির নবনিযুক্ত কমিশনারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বরিশাল নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন বিএমপির নবনিযুক্ত কমিশনার মো. সাইফুল ইসলাম।
বুধবার ৩ আগষ্ট বেলা ১২টায় নগরীর আমতলা পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।
গত ১৪ জুলাই বরিশাল মেট্রোপলিটনের কমিশনার হিসেবে যোগদানের পর এই প্রথম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভার শুরুতে নগরীর নানা সমস্যার কথা জানতে চান পুলিশ কমিশনার। পার্কে বখাটেদের উৎপাত, মাদকের বিস্তার, অবৈধ ছোটযানের নৈরাজ্য, কোতয়ালী মডেল থানায় পুলিশী সেবা পেতে হয়রানি, প্রেস লেখা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বৈধতা যাচাই এবং বেপরোয়া রোগীর দালালাদের লাগাম টেনে ধরার জন্য পুলিশ কমিশনারের দৃস্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
সবার বক্তব্য নোট করে তিনি এসব বিষয়ে যথযাথ পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি। তবে এসব বিষয়ে পদক্ষেপ নিতে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান নয়া পুলিশ কমিশনার।
এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সুমন এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।