বরিশালে সড়ক ও জনপথ বিভাগের নতুন কার্যালয়ের উদ্বোধন

বরিশালে সড়ক ও জনপথ বিভাগের নতুন কার্যালয়ের উদ্বোধন

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নতুন কার্যালয়ের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ৯টায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে নতুন এই অফিস ভবনের উদ্বোধন করেন। সদ্য সমাপ্ত পায়রা সেতু প্রকল্পের আওতায় এই নতুন ভবন নির্মান করা হয়েছে।

উদ্বোধনের সময় প্রধান প্রকৌশলী ছাড়াও সওজ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল, পায়রা সেতু প্রকল্পের পরিচালক মো. আবদুল হালিম, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ এবং নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পায়রা সেতু প্রকল্পের পরিচালক মো. আবদুল হালিম জানান, পায়রা সেতু প্রকল্পের একটি সাইট অফিস ধরা ছিলো। সেখানে অন্য স্থাপনা থাকায় অফিস ভবনটি সেখানে নির্মান না করে বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় জেলা সড়ক বিভাগ কার্যালয় চত্ত্বরে নির্মান করা হয়েছে। এর নামকরন করা হয়েছে ‘সড়ক ভবন’, বরিশাল। এতে জেলা সড়ক বিভাগের সম্পদ বেড়েছে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩ তলা বিশিস্ট ভবনটিতে মোট ২ হাজার ৮শ’ স্কয়ার ফিট জায়গা রয়েছে।