বরিশালে হলিডে স্কুলের বিতর্ক প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল হলিডে স্কুলের ২০২২-২৩ সেশনের বিতর্ক প্রশিক্ষন কর্মশালার ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় লিখিত ও মৌখিক পরীক্ষায় এ বছর ৬০ টি আসনের বিপরীতে ভর্তি পরিক্ষায় ১৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ছিলো ২৩৭ জন।
আগামী ১৮ই মে ফলাফল প্রকাশ করা হবে এবং পাশাপাশি বাছাইকৃতদের নিয়ে একই মাসেই শুরু হবে তিন মাসব্যাপী এ বিতর্ক প্রশিক্ষন কর্মশালা।
উল্লেখ্য- বরিশাল হলিডে স্কুল একটি সংগঠন হিসেবে বরিশালের বিভিন্ন পর্যায়ের শিক্ষাথীদের নিয়ে বিতর্ক চর্চার কাজ করে যাচ্ছে । বিতর্ক নামক সৃজনশীল চর্চাকে গতিশীল করতে সংগঠনটি বিগত ৬ বছর যাবৎ ধারাবাহিকভাবে বিতর্ক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে আসছে।