বরিশালে হাসপাতালের ঘাসের ওপরও ডায়রিয়া রোগী, তীব্র স্যালাইন সংকট

বরিশালে হাসপাতালের ঘাসের ওপরও ডায়রিয়া রোগী, তীব্র স্যালাইন সংকট

বরিশালে ডায়রিয়া ওয়ার্ডে জায়গা সংকটের কারণে মেঝে ছাড়িয়ে ওয়ার্ডের সামেরন প্যা-েলে ও ঘাসের ওপর শুয়ে সেবা দেওয়া হচ্ছে। মাঝে মাঝে বাইরে ভ্যানে শুইয়েও চলে সেবা। মহানগরসহ বরিশাল জেলা ও বিভাগে ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন রোগীর ভীড় বাড়ছে। বিভাগীয় স্বাস্থ্য অধিপ্তরের তথ্য অনুযায়ী বরিশাল বিভাগে ২৯ হাজার ১১৪জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে জায়গা সংকটের সঙ্গে ডায়রিয়া স্যালাইনেরও তীব্র সংকট দেখা দিয়েছে।

বুধবার (২১ মার্চ) বরিশাল মহানগরের জেনারেল হাসপাতলে নতুন করে ২৯জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হওয়ায় বর্তমানে ৬২জন রোগী চিকিৎসা নিচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বরিশাল সদর হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ডে রোগীতে ঠাঁসা। ওয়ার্ডে জায়গা দেওয়া সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ হাসপাতাল চত্বরে প্যা-েল নির্মাণ করে দিয়েছে। প্যান্ডেলের ভেতরে বেড ছাড়িয়ে মাটিতে ঘাসের ওপর বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি বাহিরে গাছ তলাতে কিংবা ভ্যানের ওপর রাখতেও দেখা গেছে। ডায়রিয়া রোগীর বাড়তি চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়র নার্স অর্চনা রানী জানান, গতকাল বুধবার সকাল থেকে নতুন করে ২৯জন রোগী ভর্তি হয়েছে। রোগী আসা বন্ধ হচ্ছে না। হাসপাতালে মাত্র ৪টি বেড বরাদ্দ আছে। অথচ রোগী আছে ৬২জন। কর্তৃপক্ষ চাপ সামাল দিতে ২৪টি নতযন বেড দিয়েছে। পরে প্যা-েল নির্র্মাণ করে সেখানেও অনেকগুলো বেড দেওয়া হর্য়েছে। অতিরিক্ত রোগী হওয়ায় আইভি স্যালাইন সংকট দেখা দিয়েছে।
স্যালাইন সংকটের কথা অস্বীকার করে তিনি দাবি করেছেন একজন রোগীকে ২-৪ টা পর্যন্ত আইভি স্যালাইন দেয়া যায়, কিন্তু তার বেশি প্রয়োজন হলে তা সম্ভব হয় না।

তবে রোগীর স্বজনদের অভিযোগ, কেউ সর্বোচ্চ ১টার বেশি আইভি স্যালাইন পাচ্ছেন না। আর রাতের বেলা ভর্তি হওয়া রোগীরা একটা স্যালাইনও পাচ্ছেন না।

আমিনুল ইসলাম নামে এক রোগীর স্বজন জানান, গত সোমবার সন্ধ্যার পর তার রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসা সেবা তাৎক্ষণিক শুরু হলেও আইভি স্যালাইন সরকারিভাবে হাসপাতাল থেকে না পাওয়ায় বাহির থেকে কিনে আনতে হয়েছে।
৯২ টাকা মূল্যের একটি স্যালাইন হাসপাতালের সামনের ওষুধের দোকান থেকে ১২০ টাকায় কিনে আনতে হয়েছে।

সোহেল নামে অপর রোগীর স্বজন জানান, তার রোগী ভর্তির পর প্রথম স্যালাইনটি পেয়েছেন, এরপরেরগুলো তাদের বাইরের ফার্মেসি থেকে কিনতে হয়েছে। তবে সবথেকে বেশি সমস্যা হচ্ছে গরম। ডায়রিয়া ওয়ার্ডের ভেতরে কোন জায়গা না থাকায় বাহিরে খোলা জায়গায় প্যান্ডেলের নীচে রোগীদের রাখা হচ্ছে। প্রচ- গরমে রোগীরা হাসফাস করছে। এছাড়াও একাধিক রোগীর স্বজনরা এমন অভিযোগ করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একজন রোগী আসার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল থেকে স্যালাইন দেওয়া হচ্ছে। সেটা ১টা বা যে কয়টা প্রয়োজন হয় তাই দেয়া হয়। স্যালাইনের সংকট না থাকলেও রোগীর চাপ বেড়ে যাওয়ায় কিছুটা ব্যালেঞ্চ করে চালাতে হচ্ছে। সেক্ষেত্রে একজন রোগীর অনেক বেশি স্যালাইনের প্রয়োজন হলে তা হয়তো দেয়া সম্ভব হয় না। কিন্তু ২-৫টা স্যালাইন রোগী প্রতি গড়ে দেয়া হচ্ছে। যদিও একবারে অসহায় রোগীদের ক্ষেত্রে হিসেবটা সম্পূর্ণই আলাদা।

বরিশাল সদর (জেনারেল) হাসপাতালের আরপি ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, গত মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৯৬ জন রোগী ভর্তি ছিলো। দুপুরে সুস্থ হওয়া রোগীদের ছেড়ে দেয়ার পর বর্তমানে ৬২জন রোগী চিকিৎসাধীন আছে। এর সঙ্গে একটু পরপরই নতুন রোগী ভর্তি হচ্ছে। অথচ জেনারেল হাসপাতালে মহিলা ও পুরুষ মিলে মাত্র ৪ শয্যার ডায়রিয়া ওয়ার্ড। কিন্তু সেখানেই ২৪টি বেডের ব্যবস্থা করা হয়েছে। আর সম্প্রতি যে হারে রোগী বাড়ছে তাতে চিকিৎসা কার্যক্রম পরিচালনাসহ সবকিছুতে হিমশিম ক্ষেতে হচ্ছে। এ অবস্থায় প্যান্ডেল করে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সামনে আরো  বেড দেয়া হয়েছে। তারপরও রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ডায়রিয়ার ভয়াবহ অবস্থা কেবল বরিশাল সদরেই নয়। গত প্রায় ১ মাস ধরে গোটা বিভাগে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পরেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগও।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, বরিশাল বিভাগে এপর্যন্ত ডায়ারিয়া আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১১৪। সব থেকে বেশি আক্রান্ত জেলা ভোলায়। গত মার্চ ও এপ্রিল মাসের আবহাওয়া প্রচুর পরিমাণ গরম হওয়ায় খাবার থেকে ডায়রিয়া ছড়াচ্ছে।