সাতক্ষীরার উপকূলীয় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

সাতক্ষীরার উপকূলীয় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আজ শনিবার (০৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা উপকূলের আশাশুনির হাজরাকাটী , পদ্মপুকুরের কামালকাটী , কোলা , হরিষচন্দ্রকাটী সহ বিভিন্ন এলাকায় আমপানে ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শন করেন । পরিদর্শনকালে বলেন, সাতক্ষীরা উপকূলের বিধ্বস্ত বেড়ি বাঁধ নির্মান কাজ শুরু করা হবে বর্ষা মওসুম শুরুর আগেই ।

আমপানে ক্ষতিগ্রস্থ উপকূলে টেকসই বাঁধ নির্মানের পরিকল্পনা হাতে নিয়ে পরিকল্পনা মন্ত্রনালয়ে পাঠানাে হয়েছে বলে তিনি জানান ।

তিনি আরও বলেন , ৬০ এর দশকে লবনাক্ত পানি ঠেকানাের লক্ষ্যে উপকূলজুড়ে যে বাঁধ নির্মান করা হয়েছিল তা এখন আর কোন কাজে আসছে না । এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারনে ঝড় , জলােচ্ছাস ও দুর্যোগ বৃদ্ধি পাওয়ায় সেসব বাঁধ অনেকটাই নষ্ট হয়ে গেছে । নতুন করে টেকসই বাঁধ নির্মানের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন । এজন্য প্রচুর অর্থ দরকার । কিন্তু করােনাজনিত কারনে বৈদেশিক সহায়তা পেতে বিলম্ব হচ্ছে  বলে তিনি জানান ।

যতদ্রুত সম্ভব একনেকে এই বাঁধ নির্মান পরিকল্পনা অনুমােদন লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

ভাঙন কবলিত বাঁধ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা . আফম রুহুল হক এমপি , পানিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মােঃ রােকনুদ্দৌলা , অতিরিক্ত মহাপরিচালক ড . মােঃ মিজানুর রহমান , পানি উন্নয়ন বাের্ডের প্রধান প্রকৌশলী রফিকুল্লাহ , পানি উন্নয়ন বাের্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের প্রমুখ ।