বরিশালে ২৯ হাজার নষ্ট ও পঁচা ডিম ধ্বংস করলো ভোক্তা অধিকার

বাজারে কম দামে বিক্রি করে বেশি মুনাফা প্রাপ্তির আশায় সংগ্রহ করা প্রায় ২৯ হাজার নষ্ট ও পঁচা ডিম ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যেসব ডিম বরিশাল নগরের বিভিন্ন এলাকার বেকারি ও দোকানে সরবরাহ করার অপেক্ষায় ছিলো।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যদের সহযোগিতায় বরিশাল নগরের নাজিরেরপুল এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব নেতৃত্ব দেন।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন বেকারী ও দোকানে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান কম দামে নষ্ট ও পঁচা ডিম সরবরাহ করছে। এতে প্রকৃত ডিম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে শনিবার নগরের নাজিরেরপুল এলাকায় ফেরদাউস এন্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান ঢাকা থেকে নষ্ট ও পঁচা ডিম এনে তাদের গোডাউনে রেখেছে। ওই ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৮-২৯ হাজার নষ্ট ও পঁচা ডিম উদ্ধার করা হয়। এসময় ওই ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকার মর্মে মুচলেকা নেয়। পরবর্তীতে উদ্ধার করা নষ্ট ও পঁচা ডিমগুলো নগরের কাউনিয়া এলাকার বিসিসির ময়লার ডাম্পিং স্টেশানে নিয়ে ধ্বংস করা হয়।
অপরদিকে ঢাকা থেকে নষ্ট ও পঁচা ডিম সংগ্রহকারী প্রতিষ্ঠানের দেয়া তথ্যানুযায়ী, নগরের কাউনিয়া বিসিক এলাকায় অবস্থিত মনখুশি বেকারীতে অভিযান চালানো হয়। ওইসময় নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা এবং পচা ডিম সহযোগে কেক তৈরির অপরাধে মনখুশি বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।