বরিশালে ৩ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা

বরিশালে ৩ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা

বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে ভর্তি পরীক্ষা কেন্দ্রের বাইরে স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল। বরিশাল মহানগরের তিনটি কেন্দ্রে ৩ হাজাার পরীক্ষার্থী অংশহণ করে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা সারাদেশের সঙ্গে একযোগে এই  পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, ইনষ্টিটিউট অব হেলথ্ টেকনোলজী (আইএইচটি) এবং বেসরকারি মেডিকেল কলেজ সাউথ এপোলো কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারীকাল হলেও সকল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করা হয়েছে। যদিও পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিলো অভিভাবক ও তাদরে স্বজনদের ব্যাপক ভীড়। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপকালে এই পরীক্ষা আয়োজনে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ডক্টরর্স এসোসিয়েশনের সভাপতি ডা. সৌরভ সুতার জানান, করোনা মহামারীকালে হলেও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত ৩ কেন্দ্রের কোথাও কোন অনাকাঙ্খিত বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।