বরিশালে ৫০ মন জাঁটকা জব্দ, আটক ১০জনের জেল-জরিমানা

বরিশালে শিকার নিষিদ্ধ ৫০ মন জাঁটকা সহ ১০জন অসাধু ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থ দন্ড দেয়া হয়। জাটকা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য বিভাগ এবং র্যাব আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার তালতলী বাজারে যৌথভাবে এই অভিযান চালায়।
মৎস্য অধিদপ্তর জানায়, ভোরে তালতলী বাজারে যৌথ অভিযান চালিয়ে ৫০ মন জাঁটকা জব্দ এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে ১০ জন ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জনকে ৭দিন করে কারাদন্ড ও ২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপর ২ জন অপ্রাপ্তবয়ষ্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
মৎস্য বিভাগ আরও জানায়, জব্দকৃত জাঁটকা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।