বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি গোলাম সরোয়ার

বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি গোলাম সরোয়ার

বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) গোলাম ছরোয়ার। মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফেব্রুয়ারি মাসে জেলার সেরা ওসি নির্বাচিত হন তিনি।

গত মঙ্গলবার বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে সেরা ওসি নির্বাচিত করা হয়। 

এ ছাড়া ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ উপ পুলিশ পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন একই থানার এসআই মো. আসাদুজ্জামান খান।
বরিশালের জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম তার কার্যালয়ে ২ পুলিশ কর্মকর্তার হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন। 

এ সময় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রব হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. নাঈমুল হক, বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদসহ জেলার বিভিন্ন থানার ওসি ও পরিদর্শকরা (তদন্ত) উপস্থিত ছিলেন।