বরিশাল নগরীতে বেশি দামে মাস্ক বিক্রি,জরিমানা আদায়

বরিশালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির ঘটনায় বিপাকে পড়েছেন জনসাধারণ। এদিকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর চকবাজার, হেমায়েত উদ্দিন রোড, হাজী মহসিন মার্কেটসহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।
এ সময় ৫ টাকার সাধারণ মাস্ক ৩০ টাকা, ২০ টাকার মাস্ক ৬০ টাকা এবং ৪০ টাকার মাস্ক ১০০ থেকে দেড়শ’ টাকায় বিক্রির সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এ কারণে ৪ দোকান মালিককে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, সাধারণ মানুষের মাস্ক কেনা সহজলভ্য করতে অভিযান অব্যাহত থাকবে।