বরিশাল বিভাগে ৮ দিনে ৩০৪ জেলের কারাদন্ড

বরিশাল বিভাগে ৮ দিনে ৩০৪ জেলের কারাদন্ড

 

ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় বরিশাল বিভাগে মৎস্য অধিদপ্তরের গত ৮ দিনের অভিযানে ৩০৪ জন জেলের বিভিন্ন মেয়াদে কারাদন্ড হয়েছে। এই সময়ে ৩১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে তারা। যার বাজার মূল্য প্রায় সোয়া ৬ কোটি টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ। 

শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন জানান, গত ৮ দিনে মা ইলিশ রক্ষায় বিভিন্ন নদীতে ৩৪১ টি ভ্রাম্যমান আদালত এবং ১ হাজার ১২৬ টি সাধারন অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৩১ লাখ মিটার অবৈধ জাল এবং ২ হাজার ৪৯১ কেজি ইলিশ জব্দ করা হয়। ৩৬০ টি মামলায় জরিমানা আদায় করা হয় ৩ লাখ ৯৩ হাজার টাকা। একই সাথে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৩০৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। 

উল্লেখ্য, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের প্রজনন নিরাপদ করতে সরকার ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সকল নদ-নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ করে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় আইনে নিষিদ্ধ।