ঢাকায় ৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজ সর্বনিম্ন এক ঘণ্টা থেকে চার ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে।
আজ বুধবার (১২ অক্টোবর) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া লোডশেডিংয়ের তালিকায় এমনটাই দেখা গেছে।
সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়। তালিকায় প্রথম দিকে এক ঘণ্টা করে শিডিউল থাকলেও এখন সেটি বেড়ে গেছে।
ডিপিডিসির লোডশেডিংয়ের তালিকায় দেখা যায়, মোহাম্মদীয়া হাউজিং ও এর আশপাশ এলাকায় বিকেল ৪টা থেকে ৫টা, সন্ধ্যা ৭টা থেকে ৮টা ও রাত ১১টা থেকে ১২টা- মোট তিন ঘণ্টার লোডশেডিং রাখা হয়েছে।
একইভাবে নবীনগর হাউজিং ও ঢাকা উদ্যানের সব ব্লক এলাকায় চার ঘণ্টা; চন্দ্রিমা মডেল টাউনের এভিনিউ-১ ও এভিনিউ-২ এর অংশ বিশেষেও চার ঘণ্টা লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়েছে।
ডেসকোর লোডশেডিংয়ের তালিকায় দেখা যায়, পশ্চিম আগারগাঁও, ৬ তলা গার্মেন্টস, লেকভিউ আবাসিক এলাকায় ভোর ১টা থেকে ২টা, সকাল ৯টা থেকে ১০টা, সন্ধ্যা ৭টা থেকে ৮টা- মোট তিন ঘণ্টার লোডশেডিং রাখা হয়েছে।
একইভাবে তালতলা আগারগাঁও কলোনি, সঙ্গীত কলোনি, বঙ্গবন্ধু মডেল একাডেমি স্কুল এলাকায় চার ঘণ্টা; লালাসরাই, ধামালকোট বাজার; নাভানা টাওয়ার ও বাউনিয়া বাঁধ, মিরপুর এলাকাতেও চার ঘণ্টা লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়েছে।
ডিপিডিসি ও ডেসকোর তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, তাদের অধিকাংশ এলাকাতেই তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়েছে।
দেখে নিন, আজকের ডিপিডিসির তালিকা ও ডেসকোর তালিকা