বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।
সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর প্রাঙ্গনে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।
প্রদর্শনীতে ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পন এবং বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়। পরে প্রদর্শনী ঘুরে দেখেন উপাচার্য্যসহ অন্যান্যরা।
প্রদর্শনী পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ইতিহাসে বিভিন্ন ঘটনা পরম্পরায় বঙ্গবন্ধু কিভাবে অবদান রেখেছেন তার তথ্য-উপাত্ত এই প্রদর্শনীর মাধ্যমে ফুঁটে উঠেছে। তরুন প্রজন্ম এউ প্রদর্শনী থেকে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নতুনভাবে জানবে। এই প্রদর্শনীর আয়োজন করায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান উপাচার্য।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, মেট্রো পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইয়ুম, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন, শেরেবাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, টিএসসির পরিচালক জ্যোতিময় বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান ও সাধারন সম্পাদক সাব্বির আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।