ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম

দু’দিনের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। আজ বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ৩৭ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮, যা এপিসেন্টার সিকিমের ইয়োকসম থেকে ১৬১ কিলোমিটার উত্তর পশ্চিমে আঘাত হানে। খবর টিভিনাইন এর।
গত দু’দিন আগেই পরপর দু’বার ভূমিকম্প হয় সিকিমে। গত মঙ্গলবার রিখটার স্কেলে পরপর দুটি কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৪.৬ ও ৪.৯। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি সেবার হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এর কারণ হিমালয়ে দীর্ঘদিনের তুষারপাত। বেশি বরফ পড়ায় ভূমিভাগের সঙ্গে চ্যুতি রেখার বিস্তর তাপমাত্রার ফারাক তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় আগামী দিনে আরও তীব্র ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকছে বলেও আশঙ্কা করছেন তারা।
ভোরের আলো/ভিঅ/০৪/০২/২০২১