বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪ শিক্ষার্থী হলেন সহকারী জজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪ শিক্ষার্থী হলেন সহকারী জজ

বরিশাল বিশ্ববিদ্যালয় আইন বিভাগের  চারজন শিক্ষার্থী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অর্থাৎ সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিজেএস পরীক্ষার নিয়ন্ত্রক থেকে শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত ফলাফলে সুপারিশপ্রাপ্তদের খবর জানা যায়।

১৪ তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের  চারজন শিক্ষার্থী সহকারী জজ-এ যাঁরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন যথাক্রমে সাদিয়া আফরিন, সৌরভ রায় মিঠু, আয়েশা আক্তার ও রাব্বি ইসলাম রনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন তাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেন, ‘ নবীন বিশ্ববিদ্যালয় হলেও সম্প্রতি সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণে বা অন্যান্য কর্মক্ষেত্রে বেশ অবদান রাখছে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাদেকুর রহমান অভিনন্দন জানিয়ে বলেন, বিজেএস অনেক বেশি প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা।

আমাদের নবীন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এমন সফলতা আসলে একটি গর্বের বিষয়। এই সফলতা অন্যান্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে