গ্রিজমানকে পাচ্ছে না বার্সেলোনা

গ্রিজমানকে পাচ্ছে না বার্সেলোনা

মৌসুমে লা লিগার বাকি দুই ম্যাচে ফরাসি তারকা আন্তোইন গ্রিজমানকে পাচ্ছে না বার্সেলোনা। মাসল ইনজুরির কারণে ছিটকে গেছেন এই তারকা।

শিরোপার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ বেশ এগিয়ে থাকলেও বার্সেলোনা এখনো রেসে টিকে আছে। সামনের দুই ম্যাচে পয়েন্ট হারানোর সুযোগ নেই তাদের। সঙ্গে রিয়ালের অমঙ্গলও কামানা করতে হবে।

এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে গ্রিজমানকে হারানো দলটির জন্য বড় ধাক্কাই। রবিবার এক বিবৃতিতে গ্রিজমানের চোটের বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।

শনিবার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে প্রথম একাদশে খেলতে নেমেছিলেন গ্রিজমান। তবে বিরতির সময় তার বদলি হিসেবে লুইস সুয়ারেজকে নামান কিকে সেতিয়েন। ম্যাচের পর সেতিয়েন জানিয়েছিলেন, গ্রিজমান প্রথমার্ধে অস্বস্তি বোধ করছিল।

পরে রবিবার সকালে ডান পায়ের পেশির স্ক্যান করান ফরাসি ফরোয়ার্ড। রিপোর্টের ফলাফলে তার ইনজুরি ধরা পড়ে। বার্সেলোনা অবশ্য গ্রিজমানের সেরে উঠতে কত সময় লাগবে সে বিষয়ে কিছু জানায়নি। সেরে ওঠার আগ পর্যন্ত যে দলে বিবেচিত হবেন না, জানিয়েছে সেটি।

তবে স্পেনের একটি ক্রীড়া দৈনিক বলছে, গ্রিজমানের সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে। সে ক্ষেত্রে ৮ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচের আগে গ্রিজমানকে পেতে পারে বার্সা।

লা লিগায় আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। এর তিন দিন পর রবিবার লিগে নিজেদের শেষ ম্যাচে তারা খেলবে আলাভেসের বিপক্ষে।

গ্রিজমান গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সায় যোগ দেন। এ মৌসুমে লা লিগায় ৩৫ ম্যাচে ৯ গোল করেছেন।


ভোরের আলো/ভিঅ/১২/২০২০