বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাজেট সমন্বয় সভা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাজেট সমন্বয় সভা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় বাজেট সমন্বয় সভা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রণালয় থেকে সদ্য প্রদত্ত ‘বিশ্ববিদ্যালয়ের বাজেট সংকোচন’ প্রজ্ঞাপন অনুযায়ী ববির বিভিন্নখাতে বরাদ্দকৃত বাজেট সংকোচনে বিভিন্ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত ধাপসমূহ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর প্রফেসর ড. মো. খোরশেদ আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো: আব্দুল বাতেন, ডেপুটি রেজিস্টার জনাব বাহাউদ্দীন গোলাপ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মোঃ আরিফ হোসেন সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড.মো. বদরুজ্জামান ভূঁইয়া।