দ্বিতীয় টেস্টে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্টে পাওয়া ঊরুর চোটে সিরিজ শেষ হয়ে গেছে এই অলরাউন্ডারের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বোলিংয়ের সময় ঊরুর চোটে পড়েন সাকিব। এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পান। সেটি কাটিয়ে উঠে টেস্টে মাঠে নামলেও নতুন চোট বড় ধাক্কা হয়ে আসে। ম্যাচটাও বাংলাদেশ হেরে যায় প্রত্যাশিতভাবে।
প্রথম চার দিন দাপট দেখালেও শেষ দিনে ম্যাচ হেরে যায় টাইগাররা। সাকিবকে দর্শক হয়ে দেখতে হয়েছে তা। নামতে পারেননি মাঠে। দলের প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেন ৬৮ রানের ইনিংস। কিন্তু বোলিংয়ে ৬ ওভারের বেশি করতে পারেননি।
সিরিজে পিছিয়ে পড়ায় দ্বিতীয় টেস্টে সাকিবকে পাওয়া জরুরি ছিল। কিন্তু সেটি হলো না।
বিবৃতিতে বিসিবি জানায়, এ সপ্তাহেই জৈব সুরক্ষা বলয় ছাড়বেন সাকিব। তবে বিসিবির মেডিকেল বিভাগ তার চিকিৎসা চালিয়ে যাবে এবং অবস্থা পর্যবেক্ষণ করতে থাকবে।
দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। দুই ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে স্বাগতিকেরা।