বরিশাল শেবাচিমে চিকিৎসক ও নার্সরা পেল পিপিই

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসক ও নার্সদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ১ হাজারের বেশি পিপিই (সুরক্ষা সরঞ্জাম) এসেছে। গতকাল শনিবার এসব সুরক্ষা সরঞ্জামাদী হাসপাতালে এসে পৌঁছেছে। এরপরপরই এসব সুরক্ষা সরঞ্জাম চিকিৎসক ও নার্সদের মাঝে বিতরণ করা হয়।
সুরক্ষা সরঞ্জাম পেয়ে খুশি চিকিৎসক ও নার্সরা। এখন অনেকটা ঝুঁক্তিমুক্তভাবে রোগীদের চিকিৎসা করা সম্ভব হবে বলে আশা করেন তারা।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. সৌরভ সুতার জানান, করোনা ঝূঁকির মধ্যেও এতদিন তারা পিপিই ছাড়া রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। এতে তারা এবং রোগীরা কেউই নিরাপদ ছিলেন না। অনেক সময় চিকিৎসা দিয়ে রোগীকেও সন্তুষ্ট করা যায়নি। এখন পিপিই পাওয়ায় চিকিৎসকদের চিকিৎসা পদ্ধতি আরও সুরক্ষিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসার মান আরও বাড়বে এবং রোগীরাও সন্তুষ্ট হবে বলে আশা করেন তিনিসহ অন্যান্য চিকিৎসকরা।
হাসপাতালের নার্সিং সুপারিনটেন্ডেন্ট সেলিনা পারভীন জানান, চিকিৎসক চিকিৎসা দেয়। সেই চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়ন করেন নার্সরা। কিন্তু এতদিন পিপিই ছাড়া নার্সরা ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করেছেন। করোনা সন্দেহে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৫জন রোগীকে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এখন পিপিই পাওয়ায় চিকিৎসক ও নার্স সবাই অনেকটা ঝুঁকিমুক্ত হবে বলে তিনি মনে করেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মোট ১ হাজার ১৭০টি পিপিই সরবরাহ করা হয়েছে। হাতে পাওয়ার পরপরই পিপিই চিকিৎসক ও নার্সদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া সকল ধরণের গণপরিবহন বন্ধ থাকায় জেলা প্রশাসনের মাধ্যমে চিকিৎসকদের আসা যাওয়ার জন্য দুটি বাসের ব্যবস্থা করা হয়েছে।