বরিশাল সদর উপজেলায় গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন

বরিশাল সদর উপজেলায় গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন

বরিশাল সদর উপজেলায় গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন।

৯ বুধবার বিকাল সাড়ে ৩ টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের  গিলাতলী গ্রামে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণ করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল।
 
মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ‘আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার’ হিসেবে বরিশাল সদর উপজেলার দ্বিতীয় দফার গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি বরিশাল সদর নিশাত তামান্না, উপজেলা প্রকৌশলী মাইনুল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবু সালেহ প্রমুখ। 

মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় প্রথম দফায় ১ হাজার ৫৫৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়। এবার দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে। 

বরিশাল সদর ১০০, বাকেরগঞ্জ ৫০, বাবুগঞ্জ ১০, উজিরপুর ২৫, মুলাদী ৫০, মেহেন্দিগঞ্জ ৬৫, হিজলা ৫৯, গৌরনদী ২০, আগৈলঝাড়া ১৫, বানারীপাড়া ১৫৫টি ঘর। আগামী ২০ জুন দ্বিতীয় দফার ঘর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা রয়েছে।