বরিশাল সিলিকন নগরী হিসেব গড়ে তোলার জন্য হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

বরিশালকে সিলিকন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০০ কোটি টাকা ব্যায়ে হাই-টেক পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৫৪ কোটি টাকা ব্যয়ে ৭তলা বিশিষ্ট ভবন, ২০ কোটি টাকা ব্যয়ে সিনেপ্লেক্সসহ আধুনিক মাল্টি টেলেন্ট হাইটেক পার্ক নির্মাণ হবে। বছরে ১ হাজার তরুন তরুনী প্রশিক্ষণ পাবে। ৩ হাজার তরুন তরুনীর প্রত্যক্ষ কর্মসংস্থান হবে।
বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্্মেদ পলক।
প্রতিমন্ত্রী জুনাইদ আহ্্মেদ পলক বলেন, বরিশালের এই হাই-টেক পার্ক হচ্ছে তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে প্রযুক্তিনির্ভর তারুণ্যনির্ভর একটি সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তোলার জন্যই সারাদেশে ৯২টি হাইটেক পার্ক নির্মাণ করে দিচ্ছেন। সব মিলিয়ে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৬ একর জায়গায় তরুণদের কর্মসংস্থান তরুণদের বিনোদনের জন্য এই হাই-টেক পার্ক নির্মিত হচ্ছে।
তিনি বলেছেন, প্রতিবছর এখনে একহাজার তরুণ-তরুণীকে আমরা সরাসরি প্রশিক্ষণ দেব। ৩ হাজার তরুণ-তরুণীকে প্রত্যক্ষভাবে আমরা প্রতিবছর কর্মসংস্থান সৃষ্টি করতে পারব। বরিশালে যারা তরুণ শিক্ষিত আছেন তাদের আর ঢাকামুখী হতে হবে না, বিদেশমুখি হতে হবে না। তারা বরিশালের মাটিতে বসেই ইউরোপ আমেরিকাতে কাজ করবে। এরাই দেশে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি করবে। এবং বরিশালকে একটি সিলিকন নগরী হিসেবে গড়ে তোলার জন্য এই হাই-টেক পার্ক ভূমিকা পালন করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মেট্রোপলিটন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম সহ অন্যান্যরা।
উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।