উপদ্বীপে ২৬ পর্যটক নিয়ে জাপানে টুরিস্টবোর্ড নিখোঁজ

উপদ্বীপে ২৬ পর্যটক নিয়ে জাপানে টুরিস্টবোর্ড নিখোঁজ

জাপানের পূর্ব হোক্কাইডোর শিবেটেকো উপদ্বীপে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেছে। জাপান কোস্ট গার্ড জানিয়েছে, নৌকাটিতে ২ শিশুসহ মোট ২৬ জন পর্যটক ছিল। তাদের উদ্ধার করার জন্য শিবেটোকো উপদ্বীপের কাছে দু’টি হেলিকপ্টার এবং ৫টি টহল নৌকা পাঠানো হয়েছে। 

দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা কাজু-১ নামের নৌকাটি খুঁজে পায়নি। উদ্ধারকাজ চলাকালে শনিবার বিকাল পর্যন্ত জাহাজে থাকা নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, দুপুরের দিকে ওই এলাকায় প্রবল ঢেউ ও প্রবল বাতাস ছিল। খারাপ আবহাওয়া থাকায় মাছ ধরার নৌকাগুলো দুপুরের আগেই বন্দরে ফিরে আসে। এছাড়াও পর্যটকরা সবাই লাইফ জ্যাকেট পরিহিত ছিল। 

কিন্তু ওই এলাকায় রাতে তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে আসে বলে জানা গেছে।

উল্লেখ্য, হোক্কাইডোর উত্তর-পূর্বে উপদ্বীপটিতে বরফ দেখার প্রবাহ দেখার জন্য অনেক পর্যটক আসে। দ্বীপটি বিরল প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল।

 সূত্র : বিবিসি