বরিশাল হাতেম আলী কলেজ ছাত্রের প্রতারণায় ভিডিও কলে জীবন দিলেন ইডেন ছাত্রী!

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহীবি হাসানের প্রতারণার ফাঁদে পড়ে প্রাণ গেল ইডেন কলেজের ছাত্রী। একাধিকবার ডেটিং করে শারীরিক সম্পর্ক গড়ে তোলে মাহীবি হানান। এরপর সম্পর্ক প্রত্যাখ্যান করার কারণে ভিডিও কল দিয়ে ইডেন মহিলা কলেজের ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়েছে। জানা যায়, একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে মাহীবি হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ইডেন কলেজের ওই ছাত্রীর। আড়ালে আবডালে তাদের মাঝে একাধিকবার ডেটিংও হয়েছে। হয়েছে শারীরিক সম্পর্কও। স্বপ্ন ছিল তাদের একটি সুখের সংসার হবে। সেভাবেই কথা চলছিল। তবে শেষ পর্যন্ত বেঁকে বসেন মাহীবি হাসান। বিয়ে করতেও রাজী নয় না এবং সম্পর্ক রাখতেও অস্বীকৃতি জানায়। সেই ক্ষোভে মাহীবি হাসানকে মুঠোফোনে ভিডিও কল করে আত্মহত্যার পথ বেছে নেয় ওই ছাত্রী। ঢাকা ইডেন মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর বাড়ি ঝালকাঠি জেলায়। ইডেন কলেজের ছাত্রীর সঙ্গে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের স্নাতক সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহীবি হাসানের পরিচয় ঘটে। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন যাবত তাদের ওই পরিচয় শারীরিক সম্পর্ক পর্যন্ত নিয়ে যায়। দুজন দুজনকে বিয়ে করবে সেই শর্তেই সম্পর্ক গভীর হয়। মাহীবি হাসান বিয়ের কথা বলেই ওই ছাত্রীর সঙ্গে একাধিকবার শারিরীক সম্পর্কে মিলিত হয়। স্বপ্ন দেখিয়েছেন সুখের সংসারের। তবে শেষ পর্যন্ত প্রতারণার আশ্রয় নেয় মাহী। ছাত্রীকে জানিয়ে দেয় তার সঙ্গে আর সম্পর্ক রাখা সম্ভব নয়। এদিকে ইডেন কলেজের ওই ছাত্রী তার প্রেমের সম্পর্কের কথা তার পরিবারের সদস্যদের আগেই জনিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে মাহীবি হাসানকে বিয়ের বিষয়টি অবহিত করতে বলা হয়। ছাত্রী বিষয়টি তার মাহীবিকে জানান। এরপরই বেঁকে বসেন মাহী। প্রিয় প্রেমিকাকে জানিয়ে দেয় তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এ নিয়ে ভিডিও কলেই বাকবিতন্ড হয়। এক পর্যায়ে গত রোববার ভিডিও কল রেখেই ফ্যানের সঙ্গে ওড়ণা পেচিয়ে আত্মহত্যা করেন ওই ছাত্রী। ইডেন কলেজের মেধাবী ছাত্রীর জীবনের গল্পটা এখানেই শেষ। তবে তার জীবনের গল্পটা অন্যরকম হতে পারতো। মাহীর প্রতারণার শিকার হয়ে অকালে প্রাণ দিতে হলো তাকে। ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। ছাত্রীর চাচা আবুল কাশেম বলেন, ময়না তদন্তের প্রতিবেদনের অপেক্ষায় করছেন তারা। প্রতিবেদন পেলে এঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি। ছাত্রীর বড় ভাই সম্রাট জানিয়েছেন, গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নিজ জেলা ঝালকাঠিতে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে রোববার ছাত্রীর সঙ্গে ওই যুবকের ভিডিও কলে বিয়ে নিয়ে কথা হয়। কিন্তু এতে রাজি না হওয়ায় ভিডিও কল রেখেই আত্মহত্যা করেন। তার বোনের সঙ্গে প্রতারণার বিষয়টি মেনে নিতে পারছেন না তিনি। এদিকে ইডেন কলেজ ছাত্রী সঙ্গে প্রতারণাকারী মাহীবি হাসান তার মুঠোফোন রয়েছ। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।