বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার টিকা দিচ্ছে বুলগেরিয়া

বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিচ্ছে বুলগেরিয়া। বুধবার (১ সেপ্টেম্বর) ইউরোপীয় দেশটির তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত একটি খসড়া চুক্তির অনুমোদন দেয়। বুলগেরীয় সরকারের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সোফিয়া গ্লোব।
বিবৃতিতে বলা হয়, বুলগেরিয়া, অ্যাস্ট্রাজেনেকা ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির খসড়া ও আলোচনার ভিত্তিতে কাজ করার জন্য বুলগেরিয়া ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
টিকাগুলো বিনামূল্যে পেলেও তা আনার খরচ বহন করবে বাংলাদেশ।