২৪ ঘণ্টায় ৪৩ মৃত্যু, শনাক্ত ৮৩৫৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে আরও ৮ হাজার ৩৫৪ জন। শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪১ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করে ৮ হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ।
এ নিয়ে মোট রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন।আজকের ৪৩ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে।
গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।