বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশ অতি শিঘ্র দেশটি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশে কেউ ভ্রমণ করতে আসলে সেটা বুঝতে পারবে। উন্নয়ন এবং গণতন্ত্রের যাত্রা দেশটিকে বিশ্ব দরবারে খুবই মোহনীয় পর্যায়ে নিয়ে যাবে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাস্ট্রদূত আর্ল রবার্ট মিলার ৩দিনের বরিশাল সফর শেষে এসব কথা বলেন।
বৃহষ্পতিবার সফরের তৃতীয় দিন দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক অক্সফোর্ড মিশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাস্ট্রদূত।
এ সময় তিনি আরও বলেন, এই দেশটির দশটি যাত্রা শুরু হয়েছে মাত্র ৪৭ বছর আগে। অতিশিঘ্র দেশটি স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে। আমেরিকার একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন বেশ উপভোগ করছেন বলেও তিনি জানান।
রাস্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা খুবই শান্তিপূর্ণ। বাংলাদেশে আসার পর দেশের ৮টি বিভাগ ঘুরে দেখেছেন তিনি। এই দেশে একটি সৌহার্দপূর্ণ অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন ওই রাস্ট্রদূত। বিশেষ করে বরিশালের সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে বলে মন্তব্য করেছে।
বরিশাল সফরের তৃতীয় দিন গতকাল দুপুর দুই টার দিকে নগরীর অক্সফোর্ড মিশন পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি চার্চে প্রার্থনায় অংশ নেন এবং ফাদারসহ অন্যান্যদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া সেখানে অবস্থানরত ব্রিটিশ ও বাংলাদেশী নাগরিক লুসি হল্টের সাথে সাক্ষাত করেন। পরে অক্সফোর্ড মিশন বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় সেখানকার শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
এর আগে দুপুর একটার দিকে রাস্ট্রদূত রবার্ট মিলার বরিশালের ঐতিহ্যবাহী শ্রীশী শংকর মঠ পরিদর্শন করেন। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থানকালে সংশ্লিস্টষ্টদের খোঁজ খবর নেন। পরে বিকেল ৪টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ান হন।
এর আগে গত বুধবার বরিশালের কড়াপুরে মোঘল আমলে নির্মিত মিয়া বাড়ি মসজিদ পরিদর্শন করেন তিনি। ৩ দিনের সফরে মঙ্গলবার নৌপথে বরিশাল আসেন মার্কিন রাস্ট্রদূত। ওইদিন বিকেলে তিনি বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এবং রেঞ্জ ডিআইজি’র মো. শফিকুল ইসলামের সাথে মতবিনিময় করেন।
এদিকে মার্কিন রাস্ট্রদূতের সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।