বাকেরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

বাকেরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে নাইম খান (১৯) নামে কলেজ ছাত্র ডুবে মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের গাভীখোলা গ্রামে ঘটে ওই ঘটনা।

নিহত নাইম বাকেরগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের মোশারফ হোসেন খানের ছেলে। 
স্থানীয়রা জানান, নাইম বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাকে পানি থেকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেøক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাকেরগঞ্জ থানার ভারপ্রওাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।