মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৪ দিনের (অনূর্ধ্ব-১৭) জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৮ মে) বিকাল ৩.৪০ মিনিটে ঐতিহ্যবাহী শহীদ মোস্তফা খেলার মাঠে ৬টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের পর্দা উঠে।

উদ্বোধনী ম্যাচে নির্ধারিত ৫০ মিনিটের খেলায় দাউদখালী ইউনিয়ন (২-০) গোলে টিকিকাটা ইউনিয়নকে এবং দ্বিতীয় ম্যাচে আমড়াগাছিয়া ইউনিয়ন (৩-০) গোলে বেতমোড় ইউনিয়নকে এবং দিনের অপর আর এক খেলায় পৌরসভা (৩-০) গোলে মিরুখালী ইউনিয়নকে পরাজিত করেন।

এর আগে বিকেল ৩.০০ টায় এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুুল হক সেলিম মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ডাঃ ফেরদৈস,যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির হোসেন, অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, পৌর কান্সিলর মতিয়ার রহমান মিলন, স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাবেক খেলোয়াড়সহ সুধি সমাজের লোকজন।

প্রত্যেকটি ম্যাচ নক-আউট পদ্ধতিতে হওয়ায় হারলেই পরাজিত দলকে বিদায় নিতে হচ্ছে টুর্নামেন্ট থেকে। আগামীকাল একই ভেন্যুতে আরো তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে এবারে বালিকাদের জন্য কোন খেলার আয়োজন থাকছে না কিন্তু জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপজেলা থেকে একটি বালিকা টিম পাঠানো হবে বলে জানা যায়। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সহ মোট ১২ টি শক্তিশালী দল নিয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে। আগামী ৩১ মে বিকাল ৩ টায় একই ভেন্যুতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।