বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে সন্তান প্রসব

বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সন্তান প্রসাব করেছেন মুক্তা বেগম নামে এক প্রসূতি। হাসপাতালের জরুরী বিভাগে কর্মচারী না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে পলিথিনের আড়াল দেয়া অবস্থায় সন্তান প্রসব করেন ওই প্রসূতি।
শনিবার রাত ৯টার দিকে জরুরী বিভাগে সংশ্লিষ্ট কর্মচারী না থাকায় পাশর্^বর্তী উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের বাসিন্দা মো. শান্ত’র স্ত্রী মুক্তা বেগম।
মুক্তার স্বামী জানান, তার স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় বাবার বাড়ি অবস্থান করছিলো। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার প্রসব বেদনা শুরু হলে অটোরিক্সায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অটোরিক্সায় রোগী রেখে জরুরী বিভাগে গিয়ে কাউকে পাননি। প্রায় ২০ মিনিট ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ডাকাডাকি করেও কাউকে পাননি তিনি। এ সময় চিকিৎসাধীন অন্যান্য রোগীর নারী স্বজনরা এগিয়ে যান তার স্ত্রীকে সহযোগিতা করার জন্য। তাদের নিরাপত্তার জন্য অটোরিক্সা চালক তার কাছে থাকা কালো পলিথিন দিয়ে আড়াল করে দেন। তাদের সহযোগিতায় তার স্ত্রী মুক্তা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মদানের পর তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মা ও ওই শিশু উভয়ে সুস্থ্য রয়েছে বলে জানান মো. শান্ত।
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হাসান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে আসার সঙ্গে সঙ্গে ওই গৃহবধূর প্রসব বেদনা শুরু হয়। এ সময় সে একটি সন্তান প্রসব করে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা সন্তান প্রসবে ওই নারীকে সহায়তা করেন বলে দাবি তার।