বাবা হারালেন ক্রিকেটার মোশাররফ হোসেন

বাবা হারালেন ক্রিকেটার মোশাররফ হোসেন

করোনাকে পরাস্ত করলেও তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে মারা গেছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাবা মহিউদ্দিন খন্দকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।  
গত ৩ আগস্ট থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন মহিউদ্দিন খন্দকার। সেসময় করোনা আক্রান্ত ছিলেন তিনি। বাবার দেখাশোনা করতে গিয়ে তার সংস্পর্শে আসায় মোশাররফ নিজেও করোনা পজিটিভ হন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য এখন সুস্থ।  

মোশাররফের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এর আগে ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন মোশাররফ। পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কয়েক ধাপে চিকিৎসা নিয়ে সুস্থ হন দেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা এই স্পিনার।


ভোরের আলো/ভিঅ/১৯/২০২০