ভাঙন রোধে নদীর গতি প্রকৃতি চিহ্নিত করতে হবে : প্রতিমন্ত্রী

ভাঙন রোধে নদীর গতি প্রকৃতি চিহ্নিত করতে হবে : প্রতিমন্ত্রী
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, একেকটি নদীর চরিত্র ও গতিধারা একেক ধরণের। নদীর ভাঙন রোধ করতে হলে নদীর গতি প্রকৃতি চিহ্নিত করে সুদূর প্রসারী ও সুপরিকল্পিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গত বৃহষ্পতিবার (০৬ জুন) ঈদ উল ফিতরের পরের দিন বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদীর ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শ করে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। পরিদর্শনকালে বানারীপাড়ার মসজিদ বাড়ি পয়েন্টের ভাঙন এলাকায় এলাকাবাসীর উদ্দেশ্যে এবং পরিদর্শন শেষে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, সন্ধ্যা নদীর ভাঙনের শিকার হাট-বাজার ও খেয়াঘাট এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে তা রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে। প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ও স্থানীয় সাংসদ মো. শাহে আলম তার বক্তব্যে বলেন, সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে এ দুই উপজেলার বিস্তীর্ণ জনপদ নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শত শত পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছে। নদী ভাঙন রোধে স্থায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রতিমন্ত্রীর প্রতি আহবান জানান। এময় প্রতিমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফিউদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।