বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বরিশালের বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রপণ্য”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক করে চত্তরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার উজ-জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ গোলাম হোসেন।

বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্নার সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলেআলোচনা সভায় বক্তব্য রাখেন, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খন্দকার ফরিদ হোসেন, জাতীয় মহিলা সংস্থার উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোসাঃ আসমা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোসাঃ শামিমা ইয়াসমিন, মাধবপাশা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুল ইসলাম অপু প্রমূখ।