বাবুগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

বরিশালের বাবুগঞ্জের রহমতপুর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে মাদক ব্যবসায়ী অভিজিৎ মুখার্জীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টার দিকে রহমতপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রীজ বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
মানববন্ধন চলাকালে রব সেরনিয়াবাত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জামিল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাষ চন্দ্র রায়, উপজেলা যুবলীগ নেতা কাজী মহিউদ্দিন লিটন, ইউপি সদস্য মো. মিজানুর রহমান, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জালাল আহম্মেদ, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. সালেক খলিফাসহ অন্যরা।
বক্তারা স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত পশ্চিম রহমতপুর এলাকার অভিজিৎ মুখার্জীর ফাঁসির দাবি করেন।
গত পহেলা মার্চ মাদক ব্যবসায়ী অভিজিৎ মুখার্জী ওই স্কুলছাত্রীকে অপহরণ করে দুই দিন আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গত সোমবার এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।