ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েসন অব বরিশাল’র কমিটি গঠন

ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েসন অব বরিশাল’র কমিটি গঠন


বরিশালে কর্মরত জাতীয় দৈনিকের ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েসন অব বরিশাল’র (এনডিবিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ১ ও ২ মার্চ সাগরকন্যা কুয়াকাটায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিতে সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জিকে সভাপতি ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনকে সাধারণ সম্পাদক করে পুনরায় কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিতে পূর্বেকার কমিটির নেতৃবৃন্দই আগামী ২ বছর এনডিবিএ’র দায়িত্ব পালন করবে।

১৫ সদস্যের র্কাযনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সুশান্ত ঘোষ (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (কালের কণ্ঠ), অর্থ সম্পাদক জিয়া শাহিন (মানব জামিন), দপ্তর সম্পাদক খান রফিক (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম মিরাজ হোসাইন (বণিক বার্তা), প্রচার সম্পাদক শাহিন হাফিজ (ইত্তেফাক), কার্যনিবার্হী সদস্য সালেহ টিটু (মানবকণ্ঠ), রাহাত খান (বাংলাদেশ প্রতিদিন), আযাদ আলাউদ্দিন (নয়া দিগন্ত), আরিফুর রহমান (যায়যায় দিন), আল মামুন (আমাদের সময়), খোকন আহম্মেদ হিরা (জনকণ্ঠ)।

বতর্মান কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ন্যায্য অধিকার আদায় ও পেশার মযার্দা রক্ষায় আগামী ২ বছর কাজ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমকাল’র ব্যুরো রিপোর্টার সুমন চৌধুরী, যুগান্তর’র ব্যুরো রিপোর্টার সাইদুর রহমান পান্থ, তন্ময় তপু ও আহম্মেদ নাসির, ডেইলি স্টারের জহিরুল ইসলাম জুয়েল, কালের কন্ঠ’র ব্যুরো রিপোর্টার মইনুল ইসলাম সবুজ, আজিম হোসেন সুহাদ প্রমুখ।