বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে বিএসএফ কর্তৃক আটক বাংলাদেশি নাগরিক আলিমুর রেজাকে দ্রুত দেশে ফেরানোর জন্য বিজিবি আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার রাতে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫০ বিজিবির ঠাকুরগাঁও অধিনায়ক, লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহমেদ।
তিনি জানান, শূন্যরেখা অতিক্রম করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে নিয়ে যায়। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং কূটনৈতিক মাধ্যমে নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকায় আলিমুর রেজাকে আটক করার পর তার বিষয়টি বিজিবির কাছে জানানো হয়। এরপর তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। স্থানীয়দের উদ্বেগের মধ্যে, বিজিবির প্রতি আস্থা প্রকাশ করেছেন তাঁরা এবং দ্রুত নাগরিককে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও নিরাপত্তা জোরদার করার জন্য স্থানীয়দের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।