বান্দরবানে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলায় পিকআপ ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা মোটরসাইকেলের আরোহী। দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুর ২টার দিকে লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির পিকআপ ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। নিহতরা হলেন চেয়ারম্যানপাড়ার বাসিন্দা বেলাল, বাজারপাড়ার বাসিন্দা মিনহাজ এবং সৈয়দ আমিন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় ঘাতক পিকআপ ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনাপ্রবণ এ সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।