বিএনপির আরও ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা খুলনায়

বিএনপির আরও ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা খুলনায়

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার বিকালে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোবাক্ষের বাদী হয়ে মামলা করেন।

মামলায় ৫৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে ১৫০/২০০ জনকে আসামি করা হয়েছে। এর আগে শনিবার রাতে খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় রেলওয়ে থানায় বিএনপির ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার।
 
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ফুলতলা, দৌলতপুর, নতুন রাস্তা মোড়, বৈকালি ও শিববাড়িসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপি কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করেছে। এখন উল্টো আবার বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দেয়া হচ্ছে। তিনি রাজনৈতিক এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।