বিএসইসির সাবেক চেয়ারম্যানসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

বিএসইসির সাবেক চেয়ারম্যানসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্য আটজন হলেন, বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান ও রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান ও মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত সপ্তাহে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, যার ফলে তারা দেশের বাইরে যেতে পারবেন না।

৯ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, বিএসইসিতে দায়িত্ব পালনকালে তারা শেয়ারবাজারে লুটপাটে সহায়তা করেছেন এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন।