শ্রদ্ধা-ভালোবাসায় চির বিদায় নিলেন আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিন্টু

শ্রদ্ধা-ভালোবাসায় চির বিদায় নিলেন আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিন্টু

শ্রদ্ধা-ভালোবাসায় চির বিদায় নিলেন সদাহাস্যজ¦ল নিবেদিতপ্রাণ রাজনীতিক মুক্তিযোদ্ধা জেলা আওলামী লীগের সহসভাপতি মশিউর রহমান মিন্টু। তাঁর মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়ে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা-সহকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ। মশিউর রহমান মিন্টুর শেষ যাত্রায় হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তাঁর বাসভবন, জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়, জেলা স্কুল মাঠের নামাজে জানাজা এবং মুসলিম গোরস্থানে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর রাস্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করা হয় বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিন্টুর প্রতি। 

আওয়ামী লীগসহ প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের মানুষ মশিউর রহমান মিন্টু গত বুধবার রাত ১১টা ২০ মিনিটের সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে, ভাই-বোন, রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় মশিউর রহমান মিন্টুর মরদেহ বরিশালের ভাটিখানা এলাকায় তাঁর বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে তাঁর স্বজন ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের মানুষ ভীড় জমায়।
বরিশাল জেলা আওয়ামী লীগ সহসভাপতি, স্বৈরশাসক সামরিক শক্তি বিরোধী ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের অগ্রভাগের সৈনিক, কারাবরণকারী ত্যাগীনেতা বীরমুক্তিযোদ্ধা  মো: মশিউর রহমান মিন্টুর মৃৃৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ। 
এদিকে বৃহষ্পতিবার বিকেলে মশিউর রহমান মিন্টুর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযেগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে বিকেলে  এক শোকবার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক মাননীয় মন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বৃহস্পতিবার  বিকেল সাড়ে ৩ টায় নগরীর সোহেল চত্ত্বরে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে রাখা মরহুম মশিউর রহমান মিন্টু'র কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক মাননীয় মন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি'র পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বরিশাল মাহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়বাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ।

আসর নামাজের পর বরিশাল জিলা স্কুল মাঠে মশিউর রহমান মিন্টুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং রাস্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে তাঁকে নগরীর মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

মশিউর রহমান মিন্টু বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাড়াও সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযোদ্ধা ৭১ বরিশাল মহানগর সভাপতি এবং বরিশাল মহানগর ঘাতক দালাল নির্মুল কমিটির অন্যতম সদস্য ছিলেন।